Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কেংড়াছড়ি ইউনিয়ন

 

ইউনিয়ন পরিচিতি:-

ইউনিয়নটি ১৯৮৪খ্রি: সালে সৃজিত হয়। ইহার উত্তরে- রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়ন, পূর্বে- জুরাছড়ি উপজেলা, দক্ষিণে- বিলাইছড়ি ইউনিয়ন, পশ্চিমে- রাঙ্গামাটি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়ন পরিষদ কার্যালয়টি উপজেলা সদর হতে ১.০০ কি:মি: দুরে এবং নৌ-পথে উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা আছে। ইহার লোকসংখ্যা প্রায় ৭,০০০(সাত হাজার) জন এবং আয়তন প্রায় ২৫.৬০০বর্গ কি:মি:। ইউনিয়নের মৌজা সংখ্যা ০৩(তিন) টি। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ০৭(সাত)টি। রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ০২(দুই)টি।শিক্ষার হার ৪৩.১% (পুরুষ-৫৩.২%,মহিলা-৩২.৬%)।এখানে বিভিন্ন ভাষাভাষি মানুষের বসবাস যেমন - চাকমা, তংচঙ্গ্যা, মার্মা ও বাঙ্গালীরা বসবাস করেন।