বিলাইছড়ি উপজেলাধীন বৌদ্ধ ধর্মালম্বীদের রাইংখ্যং শাখা একটি বন বিহার। রাইংখ্যং নদীর নামানুসারে বিহারটি ১৯৯৩ সনের পার্বত্য চট্টগ্রামের মহান সাধক সাধনা নন্দ বন ভান্তের অনুমোদন ক্রমে স্থাপিত হয়। এই বিহারের ভূমির পরিমাণ ৩.৮০ (একর) দান করিয়াছেন বাবু আনন্দ লাল দেওয়ান ও তার ছোট ভাই চন্দ্র লাল দেওয়ান। প্রতি বৎসর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ২৪ ঘন্টার মধ্যে সুতা বানিয়ে কাপড় বুনে কঠিন চীবর সেলাই করে মহান দানোত্তোম কঠিন চীবর দান উৎসব পালন করে থাকেন। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয়। বিহারটি কমিটির মাধ্যেমে পরিচালনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস