পাহাড়ীরা সাধারণত ধান গাছের উপরিভাগে কেটে শিষগুলো নিয়ে থাকে, এই এলাকা একদা এক উপজাতিয় মহাজন বাস করতেন। তিনি একবার তার জমি কেটে ধান কাটার সময় উপরে না কেটে ধান গাছের গোড়ায় ধান কাটা শুরু করেন। ফলে পাহাড়ি লোকজন মহাজনের ধান কাটা দেখে আবাক ও বিস্ময় প্রকাশ করলে তখন তিনি তাদেরকে বলেছিলেন এই ধান কাটা পাহাড়ি ধান কাটা নয় এটি হল বাঙ্গালী ধান কাটা। এরপর থেকে পাহাড়ীরা এলাকাটিতে বাঙ্গাল কাটা নামে অভিহিত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস