কালের স্বাক্ষী বহনকারী রাইংখ্যং নদীর তীরে উঠা ঐতিহ্যবাহী নামে পরিচিত কেরনছড়ি। পাহাড়ী কেরন বন ছিল বলে তার নাম রাখা হয় কেরনছড়ি ব্রিটিশ শাসন আমলে কেরনছড়ি পার্শ্বে রাইংখ্যং নদীর তীরে অবস্থিত পুরাতন বাজার ছিল। উক্ত বাজারে ভারত ও দুমদুমিয়া ফারুয়া ভোগালেক হইতে পাংখু ও কুকি সহ বিভিন্ন ভাষাভাষি জাতি বাজারে সমবেত হয়। কেরনছড়ি চাষ যোগ্য আবাদী ধান্য জমিতে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস