Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ত্রিবার্ষিকী পরিকল্পনা

২০১১-২০১২ অর্থ বৎসর

১। কেংড়াছড়ি ঈদগাহ মাঠ পাকা করণ।

২। ফুল বাগান ছড়া পাত কুয়া নির্মাণ ও পনি সরবরাহ প্রকল্প।

৩। উত্তর পাড়া জামে মসজিদের সামনে ঈদগাহ মাট পাকা।

৪। কেংড়াছড়ি ৪নং ওয়ার্ডে টিউবওয়েল স্থাপন।

৫। নাড়াইছড়ি পাড়ায় কৃষি সেচ ব্যবস্থার জন্য পাম্প মেশিন সরবরাহ করণ।

৬। ঘুমজিয়া মুখ হইতে পিক্যাছড়ি বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ।

৭। কেরনছড়ি বৌদ্ধ বিহারে কার্পেটিং রোড করণ।

৮। শহীদ হাবিব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কার।

৯। পরিখোলা মোনে পাত কুয়ার মাধ্যমে পানি সরবরাহ করণ।

১০। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও লেজার প্রিন্টার ক্রয়।

 

২০১২-২০১৩ অর্থ বৎসর

১। গাছকাটা ছড়ি পাড়ায় রিংওয়েল স্থাপন।

২। কেংড়াছড়ি মধ্য পাড়ায় ঈদগাহ মাঠ পাকাকরণ।

৩। কেংড়াছড়ি উত্তর পাড়ায় পানি সরবরাহ করণ।

৪। কেংড়াছড়ি পূর্ব পাড়ায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

৫। ভারত্তছড়া নীল মোহন দোকানের সামনে রিংওয়েল স্থাপন।

৬। হিজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সি.সি সিড়ি নির্মাণ।

৭। রাইংখ্যং শাখা বন বিহারের সি.সি সিড়ি নির্মাণ।

৮। ভালাছড়ি দৌছড়ি পাড়ায় রিংওয়েল স্থাপন।

৯। সত্য কুমার তালুকদার এর ঘাটে রিংওয়েল স্থাপন।

১০। কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদে একটি ফটোষ্ট্যাট মেশিন ক্রয়।

 

 

 

 

 

২০১৩-২০১৪ অর্থ বৎসর

 

গাছকাটা ছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ।

২। কেংড়াছড়ি মধ্যপাড়ায় রিংওয়েল স্থাপন।

৩। কেংড়াছড়ি পূর্ব পাড়ায় রিংওয়েল স্থাপন।

৪। কেংড়াছড়ি ঘোনা পাড়া ও পশ্চিম পাড়ায় ২টি সেচ পাম্প সরবরাহ।

৫। শামুক ছড়ি পাড়া হইতে মেরাংছড়া পর্যন্ত রাস্তা নির্মান।

৬। হিজাছড়ি ৬নং ওয়ার্ডে কৃষি সেচ ব্যবস্থার জন্য পানি সরবরাহ করণ।

৭। কেরনছড়ি গ্রামে মোটর এর সাহায্যে পানি সরবরাহ করণ।

৮। ভালছড়ি সেচ কার্য্ উন্নয়নের জন্য ২টি সেচ পাম্প সরবরাহ করণ।

৯। বাঙ্গালকাটা বেনুবন বৌদ্ধ বিহারের পানি সরবরাহ করণ।

১০। ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের জন্য ২টি ল্যাপটপ ক্রয়।