জনগণের প্রতীম বন্ধু হিসেবে অত্র ২নং কেংড়াছড়ি ইউনিয়নে নেতৃত্ব প্রদান করে আসছেন বাবু, বিপুলশ্বর চাকমা, পিতা: মৃত- মৃগসেন চাকমা, মাতা: শরত বালা চাকমা, গ্রাম: কেংড়াছড়ি, জন্ম তারিখ: ০৫/০৩/১৯৮৩ইং। ১৯৭৪ইং হইতে ১৯৮৪ইং পর্যন্ত ইউপি মেম্বার পদে দায়িত্বে ছিলেন। দায়িত্বকালীন সময়ে ১২/০৬/১৯৮২ইং সনে ১২১নং কেংড়াছড়ি মৌজায় হেডম্যান দায়িত্ব ভার গ্রহণ করেন এবং ১৯৮৪ইং সন হইতে ১৯৮৯ইং পর্যন্ত চেয়ারম্যান হন এবং ১৯৯৭ইং হইতে ২০০৩সাল পর্যন্ত ২ (বার) চেয়ারম্যান দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস