বাঙ্গালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট আয়তন ৫০.০০ শতক। বিদ্যালয়টি ১৯৯৫ ইং সালে স্থাপিত হয়। ১২৭নং কেরনছড়ি মৌজার প্রাক্তন হেডম্যান শ্রী বিপিন চন্দ্র তালুকদার ১২৭নং মৌজাস্থ ২৬নং হোল্ডিং এ বিদ্যালয়টি চালু করেন এবং স্থাপনার জন্য ৫০.০০ শতক জমি দান করেন। মহাপরিচালক মহোদয়ের বরাবরে। বিদ্যালয়টি ২০০২ সালে অস্থায়ী রেজিস্ট্রেশন ও ২০০৪ সালে স্থায়ী চালুর অনুমোদন প্রাপ্ত হয়। ২০১০ শিক্ষকদের এমপিও চালু হয় এবং ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
বিদ্যালয় এর নাম বাঙ্গালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৫ইং সালে প্রতিষ্ঠিত হলে ও ১৯৯৭ইং সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হওয়ায় এলাকার সকল পাড়াবাসী নিজ গ্রামে ফিরে আসায় বাবু বিপিন চন্দ্র তালুকদার বর্তমান কর্মরত শিক্ষক বাবু তপন কুমার চাকমাকে প্রতিটি পরিবারে কতজন ছাত্র/ছাত্রী পাওয়া যাবে জরিপ করে বিদ্যালয় চালু করার অনুরোধ করেন। তখনকার সময়ে বিদ্যালয় এরিয়ায় একটি হাতির মাওতের বাসা থাকায় ঐ হাতির মাওতের বাসায় বেড়া ও শনের ঘরে ক্লাস চালানো হয়। তখনকার সেই সময়ে পাড়া ছিল টাগলছড়া মোন, বাঙ্গালকাটা মার্মা পাড়া, বাঙ্গালকাটা, পরিহোলা মোন, বিলাইছড়ি মোন, হাজা ছড়া, ন-কাটা ছড়া, রাজধন ছড়া, ভালাছড়ি ছাত্র/ছাত্রী ছিল মোন ১৫০ জন। ১৯৭২ ইং সনের পর পার্বত্য চট্টগ্রাম অশান্ত হওয়ার পর বাঙ্গালকাটা, হাজাছড়া পাড়ায় যে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল পরিস্থিতি অশান্ত থাকার কারনে দুটো স্কুল অন্য জায়গায় স্থানান্তর করা হয়। ১৯৯৭ সাল হইতে ২০১৩ইং সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর বিদ্যালয়ের বর্তমান কর্মরত শিক্ষক বাবু তপন কুমার চাকমা ও অন্যান্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি ২০১৩ ইং সালে জাতীয় করন লাভ করে। ২০২২ সালে এসে বিদ্যালয়টি ৫ম তলা বিশিষ্ট ফাউন্ডেশন করে ২য় তলা পর্যন্ত বিল্ডিং এর কাজ চলমান রয়েছে। বাঙ্গালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাশমেন্ট এলাকায় ঐতিহ্যের পরিহলা মোন ও ন-কাটাছড়া , মোপ্প ছড়া, অনেক দৃশ্যমান মোন ও আছে। যা পর্যটনের বা ইকো-ট্যারিজম এর অপার সম্ভাবনা আছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
শেলী পারিয়াল | 01557185096 | shellyparialrangamati@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
তপন কুমার চাকমা | 01828800855 | tapan00855@gmail.com | |
রুপ কুমার চাকমা | 01632643550 | rupkumarc829@gmail.com |
ক্রমিক নং
|
নাম
|
পদবী
|
০১
|
সত্য কুমার তালুকদার
|
সভাপতি
|
০২
|
রিপন চাকমা
|
ইউপি সদস্য ও সহ সভাপতি
|
০৩
|
শেলী পারিয়াল
|
প্রধান শিক্ষক ও সদস্য সচিব
|
০৪
|
তপন কুমার চাকমা
|
শিক্ষক প্রতিনিধি
|
০৫
|
কাজল কান্তি দে
|
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি
|
০৬
|
রিপন চাকমা
|
মেধাবী ছাত্র অভিভাবক
|
০৭
|
সন্তু চাকমা
|
বিদ্যুৎসাহী সদস্য
|
০৮
|
স্বপ্না তালুকদার
|
মহিলা অভিভাবক সদস্য
|
০৯
|
চম্পা চাকমা
|
মহিলা অভিভাবক সদস্য
|
১০
|
অরবিন্দু চাকমা
|
হেডম্যান মনোনীত সদস্য
|
১১
|
অংচাউ মার্মা
|
অভিভাবক সদস্য পুরুষ
|
১২
|
চাথোই অং মার্মা
|
চেয়ারম্যান মনোনীত সদস্য
|
১৩
|
রতন বিকাশ চাকমা
|
অভিভাবক সদস্য পুরুষ
|
ভবিষ্যৎ পাঁচতলা বিল্ডং এর পরিকল্পনা
পানিপথ, নৌকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস